অবশেষে বাংলাদেশের নদীপদ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ভারতের ত্রিপুরায় পন্য রপ্তানী শুরু হয়েছে আজ থেকে।এক্ষেত্রে গোমতী নদী দিয়ে কুমিল্লার দাঊদকান্দি হয়ে পন্যগুলো ত্রিপুরার সোনামুরায় পোছাবে।আজ থেকে বাংলাদেশ অভ্যন্তরী নদীপরিবহন কতৃপক্ষের অনুমতিতে এই পরীক্ষামূলক পন্য রপ্তানী শুরু হয় এবং পন্য হিসাবে ৫০০ মেট্রিকটন অথবা ১০০০ বস্তা সিমেণ্ট রপ্তানী করা হয়েছে যা সেপ্টম্বার নাগাদ ভারতের ত্রিপুরায় পোছাবে।পুরীক্ষানূলকভাবে পন্য রপ্তানী করার কারন হলো প্রথমদিকে কী কী সমস্যা হবে সেই ভূল ত্রুটি সমাধান করে পরবর্তীতে full swing এ পণ্য রপ্তানি করা। বাংলাদেশ থেকে নৌপথে পণ্য আমদানি করতে পেরে ত্রিপুরার ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবে পাশাপাশি বাংলাদেশ ও।
বাংলাদেশ অনেকদিন থেকেই সেভেন সিস্টার্সে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য চেষ্টা করে আসছিলো যা কোনো এককারণে সম্ভব হয়ে ওঠে নি। তবে এখন এমন এক সময়েই রপ্তানি শুরু হলো যখন সিনো-ইন্ডিয়ার বাংলাদেশ নিয়ে কুটনৈতিক খেলা চলছে এবং বাংলাদেশ বাফার স্টেট হিসেবে তারই সুফল ভোগ করছে। তবে আমরা আশা করবো ভারতের বাকি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও যাতে দ্রুত বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা লাভ করে যা দিনশেষে বাংলাদেশেরই অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
@Jisan