একজন ক্যাপ্টেন-একজন কিংবদন্তী-একজন মাশরাফি

ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, তিনি শুধু বাংলাদেশের ক্যাপ্টেন না তিনি যেন গোটা বিশ্বকে মাতিয়ে রাখার ক্যাপ্টেন, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যিনি নড়াইল এক্সপ্রেস নামেই পরিচিত তার এলাকা নড়াইলে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ৮ নভেম্বর, ২০০১ এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা নড়াইল-এ মাশরাফির জন্ম। ছোটবেলা থেকেই তিনি বাঁধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন, আর মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটা। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে।

বাংলাদেশের বহু বর্তমান পেস বোলারের আইডল তিনি, বাংলাদেশের হয়েও পেস বোলিং করা সম্ভব তার স্বপ্ন দেখেছিলেন কৌশিক নামের এই তৎকালীন উদীয়মান পেস বোলার, যিনি আজকের মাশরাফি। বাংলাদেশে অনেক অনেক তরুণের জন্য তিনি আইডল, ক্রিকেটার নয়, তার মত ভালো মানুষ হবার। মাশরাফির মতো মানুষ যেন আজকালের যুগে দেখাই যায় না।

 

 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে ১ বছর নিষিদ্ধ হলেন, তখন এটি ছিল মাশরাফির দেয়া স্ট্যাটাস—

দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!

মাশরাফি বিন মর্তুজা❤

 

 

 

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে কিছু তরুণের ফেসবুকে দেয়া মন্তব্য ছিল এরকম—-

ক্যাপ্টেনের জন্মদিনে দেয়া-

১. শুভ জন্মদিন গুরু

….. এই মানুষটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি….একটা মানুষের দেশের প্রতি এতো মমত্ববোধ, ভালোবাসা, আর শ্রদ্ধা দেখে…. গুরু চোখ আর কিডনির মতো যদি পা দুটোকে মানুসের দেহে প্রতিস্থাপিত করা যেত…তাহলে নিজের পা দুটোকে তোমার জন্য উৎসর্গ করতাম….। আমি সাত জন বীরশ্রেষ্ঠকে দেখিনি…. আমি দেখিনি ভাষা আন্দোলনকারী জাতির সূর্য সন্তানদের….আমি দেখিনি ৬৬’ সালের ৬ দফা দাবির আন্দোলনকারীদের….আমি দেখিনি ৬৯’ সালের গণঅভ্যুাুথান…..আমি দেখিনি ৭১’ সালে বাংলাকে নিজের মাতৃভূমি করার জন্য রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধাদের….তবে আমি দেখেছি………………………মাশরাফি নামের এক অগ্নি সন্তানকে…… আমার গর্বিত আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি…… যে দেশে মাশরাফি জন্মেছে…….
আরও একবার শুভ জন্মদিন…… তুমি বেঁচে থাকবে তোমার ভক্তদের হৃদয়ে হাজার বছর ধরে……

 

 

২. ২০১৫ বিশ্বকাপের আগে দেয়া মাশরাফির ছবি সহ–

এইবার হবে গুরু..🌹
ওস্তাদের মাইর শেষ রাত্রে..❤
ইনশাআল্লাহ, এইবারের বিশ্বকাপ টা আমাদের হবে

 

 

৩. জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতার পর স্ট্যাটাস

জয়ের অন্তরালে প্রকৃত নিবেদিত প্রাণ❤

 

 

যে মানুষ টাকে দেখে এতো অনুপ্রেরণা তার জন্যই সকল শ্রদ্ধা। শ্রদ্ধা করি এই মানুষটাকে, আল্লাহর কাছে মন খুলে দোয়া চাই এই মানুষটার জন্য। অনেক অনেক ভালোবাসা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক এর জন্য। ভালো থাকুন ক্যাপ্টেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *