ঢাকা জেলার অন্যতম একটি উপজেলা হলো কেরানীগঞ্জ। এই উপজেলাতে রয়েছে প্রকৃতির অবাদ সমহার, এই প্রকৃতির মাঝে নিজেদেরকে মেলে ধরে এই জেলার এই এক দল সাইকেলিষ্ট তাদের গ্রুপের নাম হলো কেরানীগন্জ সাইকেলিষ্ট তারা শুধু কেরানীগঞ্জ এই নয় তারা এদেশের প্রতিটি প্রকৃতিক ঘেরা সুন্দর জেলাতে ঘুরে বেড়ায় এদের গ্রুপে প্রায় ২০০ এর মত সাইকেলিষ্ট রয়েছে তারা প্রতিনিয়তই নতুন প্রকৃতির খোজে ঘুরে বেড়ায়। তারা সাধারনত এই বন্ধের দিন ও সরকারি বন্ধের দিন সকাল ভোরে প্রাকৃতিকের মাঝে ভ্রমণ যাত্রা শুরু করে ।