জাতির পিতার জন্মস্থান টুঙ্গিপাড়ার দর্শনীয় কিছু স্থান(Some of the places to visit in Tungipara, the birthplace of the father of the nation)

“শেখ পরিবারের ঐতিহ্যবাহী আদিবাড়ি”

এই বাড়ির একটি ঘরে ১৯২০সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন জাতির পিতা।তিনি তার অসমাপ্ত আত্নজীবনীতে লিখেছেন-“আমার জন্ম হয় এই টুঙ্গিপাড়ার শেখ বংশে।”

“বঙ্গবন্ধুুর স্মৃতিঘেরা হিজলতলা”

বাড়ির পাশে বয়ে যাওয়া ছোট্ট খালের উপর বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই হিজল গাছটি।বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা,শেখ রেহানা বাল্যকালে এখানে গোসল করতেন।

“বিখ্যাত বাঘিয়ায় নদী”

এই নদী বঙ্গবন্ধুর বেড়ে ওঠার আরেক সাক্ষী। মধুমতি নদীর একটি শাখানদী হলো এই বাঘিয়ার নদী।নদীর পাশেই লঞ্চঘাট।এই ঘাটে বঙ্গবন্ধু ঢাকা থেকে গ্রামে ফেরার সময় নামতেন।

“জাতির পিতার সমাধিসৌধ”

গোলাকার সবুজ গম্বুজ বিশিষ্ট এই সমাধিসৌধে ঘুমিয়ে আছেন আমাদের জাতির পিতা।পর্যটকরা মুলত এই সমাধিসৌধ দেখার জন্য টুঙ্গিপাড়া আসে।

লেখক:জান্নাতুল মুসলিমা😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *