চিকনগুনিয়া রোগের কয়েকটি কারণ ও লক্ষ্মণ জেনে নিন এবং চিকনগুনিয়া রোগ সম্পর্কে সতর্ক হোন।
নানা জায়গায় চিকুনগুনিয়া দেখা দিচ্ছে । কিন্তু সাধারণ মানুষেরা চিকানগুনিয়া রোগ সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। অনেক সময় অসুখের প্রকোপে আমাদের আরও অসুবিধায় পড়তে হয় তার কারণ, আমাদের সেই রোগটি সম্পর্কে বিশেষ কোনো ধারণা থাকে না। কিন্তু এই রোগটি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে আমাদের এই রোগটি থেকে নিরাময় পেতে কোনো অসুবিধা হয় না। তাই সুবিধার জন্য জেনে নিন চিকানগুনিয়া রোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
১) চিকানগুনিয়া রোগটি সাধারণত মশার কামড় থেকে হয়। তাই অবশ্যই মশা থেকে দূরে থাকুন ।
২) চিকানগুনিয়া রোগের জীবাণু এডিস মশা ছড়িয়ে থাকে। যে এডিস মশা ডেঙ্গুর জিবাণুও ছড়ায়। এই মশা দিনে ও রাতে কামড়ায়।
৩) সদ্য জন্ম হওয়া সন্তান যদি মায়ের স্তন্য পান করে, তাহলে সাধারণত চিকানগুনিয়া রোগ হয় না। অন্তত এরকম একটিও নমুনা এখনো পাওয়া যায়নি। তাই মায়েদের চিন্তিত হওয়ার মতো তেমন কোনো বিশেষ কারণ নেই।
৪) চিকানগুনিয়া রোগ হয়েছে এটা বোঝার উপায় হল – জ্বর আসবে। মাথা ব্যাথা করবে। সারা শরীর ব্যথা করবে। গায়ে রাশ বের হবে।বমি বমি ভাব হবে।চোখ জ্বালাপোড়া করবে। কিন্তু এইটাকে একেবারে ডেঙ্গুর সাথে গুলিয়ে ফেলবেন না যেন। বরং, চিকানগুনিয়া রোগ হলে আপনার গাঁটে ব্যথা করবে।
৫) চিকানগুনিয়া রোগ থেকে বাঁচার জন্য সেরা উপায় হল, মশাকে ভুলেও ধারে কাছে ঘেঁষতে দেবেন না। মশার যেন আপনার শরীরে কামড় না দিতে পারে।