তামিমের অনুরোধ, ‘মনে রাইখেন, ভুলে যায়েন না’

১২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে সে অর্থে তামিমকে হাসতে দেখা গেল ওই কয়েক সেকেন্ডে। একেবারে শেষে গিয়ে হাসতে হাসতে বললেও কথাগুলো যে আবেগময়, সেটি বলাই যায়। সেখানেই তামিম সবাইকে অনুরোধ করলেন, তাঁকে যাতে ‘ভুলে না যায় সবাই’।

গতকাল বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর আজ দুপুরে তামিম নিজের ফেসবুক পেজ থেকে ঘোষণা দেন, বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি সবাইকে গত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবেন।

এরপর বিকেল ৫টা ৫ মিনিটে তামিমের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে তামিম বিশ্বকাপের দল থেকে তাঁর বাদ পড়ার ব্যাপারে কথা বলেন। সে ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘আমি চাইনি আপনারা ভুল কিছু জানুন…।’

তাঁকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে, এমন উল্লেখ করে তামিম বলেছেন, গত কয়েক মাসে তাঁর সঙ্গে যা ঘটেছে সেগুলোকে তিনি ‘ইন্টেনশনাল’ বা ‘উদ্দেশ্যমূলক’ মনে করেন। অবশ্য এর আগে যে ১৫ জন বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন, তাদের শুভকামনা জানিয়ে সাবেক এ অধিনায়ক বলেন, ‘দিন শেষে যে ১৫ জনই বিশ্বকাপের গেছে, তাদের অনেক অনেক শুভকামনা জানাই। আশা করি তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসবে।’

আরও পড়ু
তবে এরপর তিনি বলেন, ‘আরও অনেক কিছুই ঘটেছে, এটা আপনারা দেখেছেন, আমি নিশ্চিত। একটা কাহিনি ইনসিডেন্ট হইতে পারে, দুটো কাহিনি মিসআন্ডারস্যান্ডিং হতে পারে। কিন্তু একজনের সঙ্গে তিন-চার মাসে যদি সাত-আটটা কাহিনি হয়, তাহলে এটা ইন্টেনশনাল হয়। আমার এমনই মনে হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *