কে জিতবে ইউরো? প্রশ্নটা আসলেই প্রায় ১০০ কোটি টাকার। ইউরোর চ্যাম্পিয়ন দল ১ কোটি ইউরো পাবে, বাংলাদেশি মুদ্রায় সেটা তো প্রায় ১০০ কোটি টাকাই। সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হবে ১১ জুন, শেষ ১১ জুলাই। ইউরোতে অংশ নিতে যাওয়া ২৪টি দলের খুঁটিনাটি জেনে নিলে এ প্রশ্নের উত্তর খোঁজা সহজ হতে পারে আপনার জন্য।
গত বিশ্বকাপের চমক রাশিয়া ইউরো খেলতে যাচ্ছে তেমন কিছু করার আশা নিয়েই। কিন্তু সাম্প্রতিক ফর্ম বা খেলোয়াড়দের অবস্থা সে আশার পালে হাওয়া দিচ্ছে না তেমন। কোচ স্তানিস্লাভ চের্চেসভ অবশ্য আশাবাদী হতে পারেন, গত বিশ্বকাপের আগেও দলের অবস্থা ঠিক এমনই ছিল! দুর্বল, এলোমেলো। কেউ আশা রাখেনি রাশিয়ার ওপর। কিন্তু স্বাগতিকেরা ঠিকই কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে অবাক করে দিয়েছিল।
দল: রাশিয়া
ফিফা র্যাঙ্কিং: ৩৮
দলে আছেন যাঁরা
গোলরক্ষক
আন্তোন শুনিন (দিনামো মস্কো), মাতভেই সাফানভ (কুবান ক্রাসনোদার), ইউরি দিউপিন (রুবিন কাজান)
সেন্টারব্যাক
ইগর দিভিভ (সিএসকেএ মস্কো), গিওর্গি ঝিকিয়া (স্পার্তাক মস্কো), ফেদর কুদরিয়াশভ (আন্তালিয়োস্পোর), আন্দ্রেই সেমেনভ (আখনভ গ্রোজনি)
রাইটব্যাক/রাইট উইংব্যাক
মারিও ফের্নান্দেস (সিএসকেএ মস্কো), ভাচেস্লাভ কারাভায়েভ (জেনিত)