ত্তর গোলার্ধের অনেক জায়গায় এখন শীতকাল চলছে। বিশ্ব পরিসংখ্যান অনুসারে, শীতকাল অর্থাৎ শীত ঋতু হচ্ছে মানুষের কাছে সব থেকে অপছন্দের ঋতু। উইলিয়াম শেকসপিয়ার তার ‘লাভার্স লেবার্স লস্ট’ নাটকে শীতের শারীরিক কষ্ট চিত্রায়িত করেছেন। প্রাচীন বাংলা সাহিত্যেও শীতকাল কখনো প্রকৃতির শীতল রূপ কিংবা কখনো মানবজীবনের দুঃখ-কষ্টের প্রতীক হিসেবে চিত্রিত হয়েছে।