
পদ্মা নদীতে ধরা পড়েছে তিনটি বাগাড় মাছ। এর মধ্যে সবচেয়ে বড়টির ওজন ৩০ কেজি। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। চলতি মৌসুমে এত বড় বাগাড়ের দেখা মিলল এই প্রথম।
স্থানীয় সূত্র জানায়, বড় বাগাড়টি সকালে দৌলতদিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় এক আড়তে নিয়ে আসা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার টাকায় কিনে নেন। তিনি এখন প্রতি কেজির দাম ১ হাজার ১৫০ টাকা হাঁকছেন। তবে কমবেশি হলে তিনি বিক্রি করে দেবেন। এ ছাড়া দৌলতদিয়া ঘাট এলাকার আরেক মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ৩২ কেজি ওজনের দুটি মাঝারি আকারের বাগাড়, একটি কাতল, একটি রিঠা মাছ ৩৫ হাজার টাকায় কেনেন। এর মধ্যে একটি বাগাড়ের ওজন ১৮ কেজি ও আরেকটির ওজন ১৪ কেজি।
দৌলতদিয়া ঘাট এলাকার আরেক মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ৩২ কেজি ওজনের দুটি মাঝারি আকারের বাগাড়, একটি কাতল, একটি রিঠা মাছ ৩৫ হাজার টাকায় কেনেন। এর মধ্যে একটি বাগাড়ের ওজন ১৮ কেজি ও