পাকিস্তানকে বলতে গেলে একাই হারিয়ে প্রশংসায় ভাসছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দুবাইয়ে পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের প্রভাব এতটাই যে আজ তাঁর প্রসঙ্গ এসে পড়ল বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের সংবাদ সম্মেলনেও।
সাবেক ভারত ক্রিকেটার শ্রীরাম পান্ডিয়ার প্রশংসা করার পাশাপাশি অবশ্য মনে করিয়ে দিলেন, বাংলাদেশ দলেও আছেন একজন সাকিব আল হাসান।