নির্বাচকদের যা মাথায় রাখতে বললেন তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনেই তামিম ইকবাল বলেছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না আগামীকাল শেষ ওয়ানডেতেও। জানা গেছে, তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তামিম।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তাঁর সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তাঁর পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

বিশ্বকাপ খেলতে আগামী পরশু ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আগামীকালই ঘোষণা হওয়ার কথা বিশ্বকাপের দল। কিন্তু দল ঘোষণার আগে তামিমের কথা অস্বস্তিতে ফেলে দিয়েছে নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টকে। এ রকম পরিস্থিতিতে অন্য কোনো খেলোয়াড় হলে হয়তো নির্বাচক কমিটি তাঁকে বাদ দিয়েই দল গঠনের চিন্তা করত। বিশ্বকাপের মতো বড় আসরে তো আর পুরো ফিট নয়, এমন কাউকে দলে নেওয়া যায় না। কিন্তু তিনি তামিম ইকবাল বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে নিতে হচ্ছে। নির্বাচকেরা এখন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন। অস্ট্রেলিয়া থেকে আজ রাতেই হাথুরুসিংহের ঢাকায় পৌঁছানোর কথা।

সূত্র জানিয়েছে, বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এ ব্যাপারে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে অবশ্য তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি জানতে চেয়ে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে জবাব পাওয়া যায়নি তামিমের। ফোন ধরেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও।

গত জুলাই মাসে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের মধ্যে হঠাৎই অবসরের ঘোষণা দেন তামিম। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরে সে সিদ্ধান্ত থেকে সরে এলেও পিঠের সমস্যার কারণে চলে যান লম্বা বিরতিতে। এশিয়া কাপে না খেলে চিকিৎসা করিয়ে আসেন লন্ডন থেকে। কাল শেষ হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে মাঠে ফেরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *