রাজবাড়ীতে দুটি মোটরসাইকেলে এসে কফি শপে যুবককে গুলি করে হত্যা

নিহত ব্যক্তির নাম আরিফুর রহমান ওরফে রকি (২৭)। তিনি খানখানাপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুর খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের বটতলায় ফয়সাল নামের একজনের কফি শপে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে ছিলেন। এ সময় চারজন লোক দুটি মোটরসাইকেলে এসে তাঁর ওপর কয়েকটি গুলি চালায়। আরিফুর মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবক মারা গেছেন। তাঁর মাথায় দুটি গুলি লেগেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *