সাকিব থামলেও সহজ জয়ের পথে বাংলাদেশ

নবি হাসছেন। হাসছেন আফগান খেলোয়াড়েরা। শুধু সাকিবের চোখেমুখেই হতাশা। ম্যাচটি শেষ করে আসতে চেয়েছিলেন, স্পষ্ট তাঁর অভিব্যক্তিতে। এ জুটিতেই ম্যাচ শেষ হবে, মনে হচ্ছিল এমন। সেটি হলো না। মোহাম্মদ নবির বলে ক্যাচ তুলে ফিরলেন সাকিব। এক অলরাউন্ডার নিলেন আরেক অলরাউন্ডারের উইকেট।

শর্ট লেংথে দেখে টেনে তুলে মারতে চেয়েছিলেন সাকিব। তবে যেদিকে চেয়েছিলেন, সেদিকে সেভাবে খেলতে পারেননি। মিড অন থেকে পেছনে ছুটে ক্যাচ নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ৩৯ বলে ৩৯ রান করে থেমেছেন তিনি, ভেঙেছে লিটনের সঙ্গে ৬৩ রানের জুটি। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৮ রান। লিটনকে সঙ্গ দিতে এসেছেন তাওহিদ হৃদয়।

আজও গ্যালারিতে আফগান-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের পারফরম্যান্স অবশ্য সুবিধার নয় তেমন। তবে আফগানদের কাছে ক্রিকেট তো সবসময়ই খেলার চেয়েও বেশি কিছু!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *