সাকিব মনে করেন, দেশের মানুষ গতবারের চেয়ে ভালো কিছু আশা করছেন

দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছ থেকে ভালো কিছু আশা করছেন বলে মনে করেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেনস ডে-তে কথা বলার সময় এমন বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

২০১৯ সালে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব। তবে ৯ ম্যাচের মধ্যে ৩টি জিতেছিল বাংলাদেশ—দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে। এবার সাকিবের কাঁধেই বাংলাদেশের নেতৃত্বের ভার। ক্যাপ্টেনস ডে-তে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সাকিবকে প্রশ্ন করেছিলেন ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। জবাবে সাকিব বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’

সর্বশেষ ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। এবার তিনি খেলতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ। এবার খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে এই কীর্তি হতে যাচ্ছে সাকিব ছাড়া শুধু মুশফিকুর রহিমের। ক্যাপ্টেনস ডে-তে সাকিবকে সেটি মনে করিয়ে দেন মরগান।

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রি অবশ্য সাকিবকে মনে করিয়ে দিয়েছেন তাঁর ব্যক্তিগত আরেকটি কীর্তির কথা। শাস্ত্রির মতে, প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। এবারও বিশ্বকাপ শুরু করার আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর অলরাউন্ডার সাকিব। সেটি বাড়তি কোনো চাপের কারণ কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সত্যি বলতে কি, না। সব সময় এটি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আরও ভালো করতে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। দলই সবার আগে। ক্যারিয়ারজুড়েই (এমন হয়েছে)। এখন এভাবেই এগোতে চাই।

বাংলাদেশ বিশ্বকাপে নামছে প্রস্তুতি ম্যাচের মিশ্র অভিজ্ঞতা নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে তারা। অবশ্য দুই ম্যাচের একটিতেও খেলেননি সাকিব। প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন।

ক্যাপ্টেনস ডে-তে অংশ নিতে সাকিব গেছেন হায়দরাবাদে। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য ধর্মশালায় ৭ অক্টোবরে, প্রতিপক্ষ আফগানিস্তান। একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে দ্বিতীয় ম্যাচ, সেখানে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামীকাল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *