জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ, বাংলাদেশের আরেকটি বড় জয়। বুলাওয়েতে কুইনস স্পোর্টস পার্কে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেন বাংলাদেশের মেয়েরা।
আগে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১২১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তাড়া করতে নেমে ১৫৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফাহিমা খাতুনের দল। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে অলআউট করে দেওয়ার পর ৮ উইকেট ও ২৩৬ বল বাকি রেখেই জিতেছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ে নারী দলের কেউ ফিফটিও পাননি এদিন। সর্বোচ্চ ৩৫ রানের অপরাজিত ইনিংসটি এসেছে নায়াশা গুয়ানজুরার ব্যাট থেকে। ৩৩ রান করেন মোডেস্টার মোপাচিওয়াকা। বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি জিম্বাবুয়ের মেয়েরা। ৩০ রানে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২টি করে উইকেট জাহানারা আলম ও সালমা খাতুনের।
জিম্বাবুয়ে নারী দলের কেউ ফিফটিও পাননি এদিন। সর্বোচ্চ ৩৫ রানের অপরাজিত ইনিংসটি এসেছে নায়াশা গুয়ানজুরার ব্যাট থেকে। ৩৩ রান করেন মোডেস্টার মোপাচিওয়াকা। বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি জিম্বাবুয়ের মেয়েরা। ৩০ রানে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২টি করে উইকেট জাহানারা আলম ও সালমা খাতুনের।