ইসরায়েলের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে একজন বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন।
হিজবুল্লাহ বৃহস্পতিবার জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। তাদের যোদ্ধারা মধ্যরাতের পর লেবানন সীমান্তের দুটি গ্রামে ড্রোনটি ভূপাতিত করে। এটি বিধ্বস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে পড়ে যায়।
হানি আল-দালি নামের ওই বিশেষজ্ঞ আল মায়েদিন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করলেও ড্রোন ভূপাতিতের বিষয়টি অস্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দুই দেশের মধ্যকার ব্লু লাইন সীমান্তরেখার কাছে ড্রোন ওড়ানোর সময় একটি ড্রোন লেবাননের সীমানায় পড়ে গেছে। তাদের দাবি, এর মধ্য দিয়ে ‘তথ্য ফাঁস হওয়ার’ ঝুঁকি নেই।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল স্থল আক্রমণ চালানোর সাথে সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হিজবুল্লাহ ইসরায়েলি ড্রোনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করার দাবি করল।