রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়কদের শক্তি বেশি

ব্যবসায়করা তারা সিন্ডিকেট করে বিভিন্ন রকম ব্যবসা করে বিভিন্ন রকম পণ্য আমদানি করে একের পর এক পণ্যের দাম বাড়িয়ে তারা এক পর্যায়ে এক দরে পণ্য বিক্রি করে | তাই ব্যবসায়িকদের সাথে বৈঠক করেন ফরিদা খানম এবং ফরিদা খানম বলেন তারা যে যাতে সিন্ডিকেট করে ব্যবস্থা না করে | এর আগেও সতর্কবাণী করলো ব্যবসায়করা তারা সতর্ক না হয়ে ও অসতর্ক ভাবে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে | আজকের বৈঠকে ফরিদা খানম বললেন সামনে ঈদ ঈদে যাতে আমাদের জনগণ যথাযথভাবে পণ্য পায় বিশেষ করে যাতে তেলের কোন সংকট না পড়ে | তাই তেল আমদানি করার জন্য অনুমতি দায় তাই এই তেলের দাম ঊর্ধ্বগতি যাতে না হয় এবং এই তেল যাতে জনগণ যথাযথ ভাবে পাই এবং চাহিদা অনুযায়ী যাতে চাহিদাতে পারে | এই রাষ্ট্রের কথামতো যদি না চলো তোমরা তাহলে আমরা প্রতিটি গুদামে গিয়ে আমরা রেট করবো | গুদামে রেট করে একজনকে কমপক্ষে 10 দিনের করে হলে খাটাবো এ কথা বলেন তিনি | এবং শেষে বলেন রাষ্ট্রের কথা মতো যদি না চলো তোমরা তাহলে রাষ্ট্রের ক্ষমতা বেশি না ব্যবসায়িকদের ক্ষমতা বেশি এটা দেখতে চাই একথা বলে ব্যবসায়িক বৈঠক শেষ করে চলে গেলেন তিনি |