চিত্রনায়িকা মিম কট্টোর ব্রাজিল সমর্থক। কিছুদিন আগে একটী কাল্পনিক আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদানের ফর্ম এর ছবি আপলোড দিয়েছিলেন তার ফেসবুক পেজ থেকে। আর এতেই ক্ষেপে যায় মেসি ভক্তরা। অনেকেই তাকে এখন বয়কটের ডাক দিয়েছেন।। আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরব এর সাথে হারার পর তিনি এই স্টটাসটি দিয়েছিলেন।। গতকাল আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে।

মিম ওই স্টাটাসে বলেন, “বুদ্ধি দিয়ে চিন্তা করুন আর আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে চলে আসুন”। মিম এর ওই স্টাটাসের জন্য তার ভক্তরা এখন তাকে বয়কটের ডাক দিয়েছেন।কমেন্টে এবং টিভি সাক্ষাৎকারে মেসি ভক্তরা মিম এর তীব্র নিন্দা জানিয়েছেন। মিম এর নায়িকার কাছ থেকে তারা এমন বিদ্বেষপূর্ণ মনোভাব আশা করেন নি।