বিএনপি কখনো চায় না আওয়ামী লীগ
ভালো থাকুক।
বিএনপি চাই তারা দেশে অশান্তি সৃষ্টি করে ক্ষমতা আসতে, এবং তারা চাই আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক। এরপর তারা ক্ষমতা এসে মাছ মাংস খাবে। তারা মাছ মাংস খাবে আর আওয়ামী লীগ সেটা বসে বসে দেখবে এটা কোনো দিন হতে দিবে না আওয়ামী লীগ।
ওবাইদুল কাদের বলেন যে , বিএনপি ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে তারা ক্ষমতা চলে আসছে ,
আসলে তারা চাই ক্ষমটা এসে আওয়ামী লীগ যাতে রাতে না ঘুমাতে পারে।
