ওয়ানডেতে তারুণ্যের চমক টেস্টে অভিজ্ঞদের ছায়া

স্পোর্টস রিপোর্টার

খেলা ৫ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

১০ই জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর ফেব্রুয়ারিতে দু’দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সঙ্গে বাংলাদেশ দল ১০ মাস পর করোনা বিরতি ভেঙে ফিরবে আন্তর্জতিক ক্রিকেটে। গতকাল ক্যারিবীয়দের বিপক্ষে ২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে টেস্টের জন্য ঘোষণা করা হয়েছে ২০ সদস্যের প্রাথমিক দল। দুই ফরম্যাটেই সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় দেড় বছর পর দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে ফিটনেস, পারফরম্যান্স বিবেচনায় দল থেকে বাদ পড়েছেন দেশের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টেস্ট দলে তেমন চমক না থাকালেও সিমীত ওভারের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকটি নতুন মুখ। তারা হলেন,  ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি, অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান, দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং সর্বশেষ টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডগড়া যুবা ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদও। দুটি প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১৭ই জানুয়ারি ঘোষণা হবে ওয়ানডের চূড়ান্ত স্কোয়াড। ১০ই জানুয়ারি শুরু হবে টাইগারদের ক্যাম্প। তার ৩ দিন আগেই  জৈব সুরক্ষা বলয়ে যুক্ত হবে ক্রিকেটাররা। দলে তরুণদের সুযোগ নিয়ে জাতীয় দলের সহযোগী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘অবশ্যই  যে টপ ফাইভ সিনিয়র প্লেয়ার আছে তারা তো যতদিন সার্ভিস দিতে পারে খুব ভালো। তবে আমাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হবে। নতুনদের আমরা গড়ে দিচ্ছি এদের ছত্রছায়ায়। আমরা চাই না ওরা যখন আসবে তখন যেন সিনিয়র প্লেয়াররা না থাকে। এই জন্য আমরা ছোট ছোট করে একটা একটা করে টিমে অন্তর্ভুক্ত করছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা সামনে অনেক খেলা পাবো ন্যাশনাল টিমের বাইরে এইচপি, ‘এ’ দলের খেলা পাবো। সেক্ষেত্রে এই নতুন প্লেয়ারদের গড়ে তুলতে আমাদের অনেক সুবিধা হবে। কিন্তু এখন যে অন্তর্ভুক্তিটা হয়েছে তা গত ২/৩ বছরের ওপর নির্ভর করে, শুধু সর্বশেষ টুর্নামেন্টের ওপর নির্ভর করে নয়।’ সর্বশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন তরুণ ক্রিকেটাররা। তবে সবশেষ পারফরম্যান্স নয়, দীর্ঘদিন ধরেই তরুণদের নজরে রাখা হচ্ছিল বলে জানান হাবিবুল বাশার। তিনি বলেন, ‘শুধু এই ম্যাচগুলো না, আমরা কিন্তু এদের অনেকদিন ধরে ফলো করছি। আমাদের হাই পারফম্যান্সের যে প্লেয়ারগুলো দেখছেন তারা কিন্তু দুই বছর ধরে আছে, নতুন অনূর্ধ্ব-১৯ থেকে নতুন একটা ইউনিট যুক্ত হয়েছে। ওরা এখানে সুযোগ পেয়েছে ওদেরকে সামনে দেখবো। আর যারা এই দলে আছে আপনারা দেখেন তারা কিন্তু কম বেশি তিন চার বছর ধরে আমাদের পাইপলাইনে আছেন। তাদেরকে আমরা ধীরে ধীরে গড়ে তুলছি।’ অন্যদিকে ইনজুরি থেকে সেরে উঠলেও করোনাভাইরাসের কারণে টেস্ট খেলার সুযোগ পাননি  সৈয়দ খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই পেসার। সেখানে তার সঙ্গী কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের জন্য ২০ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  সবশেষ গেল বছর  ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দলে থাকা ১৬ সদস্যের সবাই আছেন। কব্জির চোটে লম্বা সময় বাইরে থাকা সাদমান ইসলামও ফিরেছেন দলে। আঙুলের অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথে থাকা অধিনায়ক মুমিনুল হক আছেন দলে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাদ পড়া অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদল্লাহ এবারও নেই ২০ জনের টেস্ট দলে। পাকিস্তান টেস্টের পর দেশে ফিরে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে দুই ইনিংসে করেছিলেন কেবল ১ ও ১৭ রান। ২০১৯’র ভারত সফরের পর দলের বাইরে থাকা সাদমান সেরে উঠেছেন চোট থেকে। এখনো কোনো ম্যাচ খেলার অবশ্য সুযোগ হয়নি বাঁহাতি এই ব্যাটসম্যানের।

Md.Abu Khayer Mondol
E-mail:abukhayermondol@gmail.com
Contact Number:01717485665

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *