করোনায় গুরুতরদে অসুস্থর ৩০ শতাংশের শরীরে রক্ত জমাট বাঁধছে কেন তা জানতে নিচে ভিজিট করুন

করোনায় গুরুতর অসুস্থদের ৩০ শতাংশের শরীরে রক্ত জমাট বাঁধছে
pic

সম্পাদনায় আবু ওসমান মুমিন

নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশের দেহে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। কিছু ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার এই বিষয়টি মারাত্মক আকার ধারণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন।
চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায়, রক্ত জমাট বেঁধে যাওয়াকে বলা হয় থ্রম্বোসিস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে।

নতুন করোনাভাইরাস মানুষের শ্বাসতন্ত্রকে মারাত্মকভাবে আক্রমণ করে থাকে। আর শ্বাসতন্ত্রের জটিল সমস্যা থেকেই রক্ত জমাট বেঁধে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে নানা জটিলতা দেখা দিচ্ছে। এর মধ্যে কিছু জটিলতা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তেমনই একটি স্বাস্থ্য জটিলতা হলো রক্ত জমাট বেঁধে যাওয়া।
গত মার্চে পুরো বিশ্বে নতুন করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। রোগীর সংখ্যা বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে রোগীদের দেহে রক্ত জমাট বাঁধতে থাকার ঘটনাও। কিছু ক্ষেত্রে কোনো কোনো রোগীর শ্বাসতন্ত্রের ভেতরেও রক্ত জমাট বাঁধতে দেখা গেছে।

 

লন্ডনের কিংস কলেজ হসপিটালের অধ্যাপক রুপেন আরিয়া বলছেন, ‘গত কয়েক সপ্তাহের তথ্য বিশ্লেষণের পর আমি নিশ্চিত যে, রক্ত জমাট বাঁধার বিষয়টি একটি গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়া করোনা রোগীদের মধ্যে, যাদের আইসিইউ সুবিধাসহ বিশেষ যত্নের প্রয়োজন হচ্ছে, তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে। অনেকের ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাচ্ছে।’
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ইউরোপে এমন ঘটনা ঘটছে গুরুতর অসুস্থ হয়ে পড়া রোগীদের ৩০ শতাংশের ক্ষেত্রে। তবে রুপেন আরিয়া মনে করেন, এই হার আরও বেশিও হতে পারে।

nice

সবাই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ

করোনায়  বেশি বেশি কুরআন তেলোআত শুনুন এবং নিজেও কোরআন তেলাওয়াত করুন

One thought on “করোনায় গুরুতরদে অসুস্থর ৩০ শতাংশের শরীরে রক্ত জমাট বাঁধছে কেন তা জানতে নিচে ভিজিট করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *