করোনায় তৃতীয় ঢেউয়ের চূড়া পেরিয়েছে বাংলাদেশ

জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল স্বাস্থ্য অধিদপ্তরের

 

পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য। এ ছাড়া তিনি অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সঙ্গে যুক্ত। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সামছুর রহমান

 

আবু জামিল ফয়সাল: দেশের করোনার অমিক্রণ ধরনের দাপটে সংক্রমণ বেড়ে গিয়েছিল। এখন সংক্রমণ কিছুটা নিম্নমুখী। শনাক্ত, শনাক্তের হার কমে আসছে। দেশে সামগ্রিকভাবে সংক্রমণ কমার দিকে, এটা বলাই যায়।

 

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এটি দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই ঢেউয়ের চূড়া কি পেরিয়ে গেছে?

আবু জামিল ফয়সাল: দেশ সংক্রমণের তৃতীয় ঢেউয়ের চূড়া পেরিয়ে এসেছে। সংক্রমণ এখন একটি স্থিতাবস্থায় রয়েছে। এরপর আস্তে আস্তে সংক্রমণ আরও কমবে। পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা এমনটাই বলে। চার থেকে ছয় সপ্তাহ রোগী বেড়েছে। এরপর পাঁচ-ছয় দিন স্থিতাবস্থায় থেকে সংক্রমণ কমে গেছে। বাংলাদেশেও এমন পরিস্থিতি দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *