বুন্দেসলিগা শুরু হচ্ছে আজ। ইতালি-স্পেনেও ফুটবলের শীর্ষ দুই পর্যায়ে খেলা শুরু করার দিনক্ষণ প্রায় ঠিক হয়ে গেছে। প্রতিবেশিদের এভাবে এগিয়ে যেতে দেখে তর সইছে না যুক্তরাজ্যের ফুটবল কর্তৃপক্ষের। তাই করোনাসংক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকার পরও লিগ শুরু করতে চাইছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পারলে সেটা জুনেই।
কর্মকর্তারা চাইলেও ফুটবলাররা এখনো একমত হতে পারেননি এ ব্যাপারে। খেলা শুরু করার আগে অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁরা। এসব প্রশ্নের পরিস্কার জবাব কেউ দিচ্ছেন না। এ সপ্তাহে পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগের কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা একটি কনফারেন্স কলে অংশ নিয়েছিলেন। সেখানেই নিজেদের অস্বস্তির কথা জানিয়েছেন ফুটবলাররা।