ফেনীতে মাদক মামলায় আসামীর দু’বছর ৬ মাসের কারাদন্ড

আনোয়ারুল আমিন, ফেনী:  ফেনীতে  জাহাঙ্গীর আলম (২৩) নামের এক আসামীকে মাদক মামলায়  কে দু’বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত’র দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন এ সাজা প্রদান করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী সালাহ উদ্দিন জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ২০১৭ সালের ১১ নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর পাম্পের উত্তর পাশে ইমাম মার্কেট সম্মুখে বি-বাড়িয়া থেকে চট্টগ্রাম গামী যাত্রীবাহি বাস স্টার ল্যান্ড (মেট্রো-ব-১৪-০০৮১) তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী কক্সবাজার জেলার টেকনাফ থানার পৌসভার ২ নং ওয়ার্ড পুরাতন কল্যাণ পাড়া গ্রামের মো: ফরিদ আলমের ছেলে মো: জাহাঙ্গীর এর ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে এস.আই দুর্লভ চন্দ্র দাস বাদি হয়ে মাদক আইনে জি.আর ৭৪২/১৭নং মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর এস.আই মোহাম্মদ শাহীন মিয়া অভিযোগ দাখিলের পর দীর্ঘ শুনানী শেষে ৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলার রায় ঘোষনা করা হয়। রায় ঘোষনার সময় আসামী অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিজ্ঞ এ.পি.পি.নিমাই লাল সূত্রধর। উল্লেখ্য; ২০১৮ সালের ১৪ জানুয়ারী আসামী জামিনে পলাতক রয়েছে।

 

আনোয়ারুল আমিন, ফেনী।

তারিখ: ৪ মার্চ ২০২১ইং

মোবাইল:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *