জমির দাম বাড়ার কারণে আবাসন প্রতিষ্ঠানগুলো খেলার মাঠ প্লট আকারে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র বলেছেন, প্লট বিক্রির সময় নকশায় খেলার মাঠ ও বাজার দেখিয়েছে তারা। পরে জমির দাম বাড়ায় সেসব জায়গাও বিক্রি করে দিয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী সেই মাঠ ও বাজার উদ্ধার করা হবে।
আজ রোববার দুপুরে আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।