চাঁদ না থাকলে কেমন হত পৃথিবী ও আমাদের জীবন ?

কোটি কোটি বছর ধরে আমাদেরকে অন্ধকার রাতে সঙ্গ দিয়ে আসছে চাঁদ। মহাকাশের প্রতি কৌতূহল এবং সময়ের সঠিক ধারনা সৃষ্টি হয়েছে চাঁদের মাধ্যমেই । কিন্তু কেমন হত যদি চাঁদ সৃষ্টি না হত? প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে থিয়া নামক মঙ্গলের সমান এক গ্রহের আগাতে সৃষ্টি হয়েছিল চাঁদের । আর তারপর থেকে চাঁদের মধ্যাকর্ষণ বলের কারনে পৃথিবী নিজ অক্ষের সাথে ২৩.৪ ডিগ্রী কোনে বেকে ঘুরতে শুরু করে । সেই সঙ্গে কিছুটা ধীর হয়ে যায় পৃথিবীর ঘূর্ণয় গতিও । পৃথিবীতে নতুন করে শুরু হয় জোয়ার ভাটার মত প্রাকৃতিক বৈচিত্রের। চাঁদ না থাকলে ও সূর্য ও বৃহস্পতির মধ্যাকর্ষণ বলের সাহায্যে পৃথিবীতে প্রাণীরা জীবন জাপন করতে পারতো। তবে সে ক্ষেত্রে প্রায়ই প্রতিকুল আবহাওয়ার শিকার হতে হত আমাদের । চাঁদ না থাকলে সময় অ ঋতু নিয়ে ভিন্ন কোন ধারনা থাকত ।এমনকি আমাদের দেহের গড় উচ্চতাও এখনকার তুলনায় থাকত কিছুটা কম। ২০১১ সালে অ্যাঁমস রিসার্চ সেন্টারে একটি পরীক্ষা করা হয়। জটিল কিছু সিমুলেশনের মাধ্যমে চাঁদ হীন পৃথিবীর ঘূর্ণয় কেমন হত , তা অনুসন্ধান করা হয়। পরীক্ষার ফলাফল দেখে রিতিমত অবাক হয়ে যান বিজ্ঞানীরা ।তারা জানান, চাঁদ না থাকলে পৃথিবীর গতি হত টলতে থাকা অস্থিতিশীল স্পন্দন গতির মত। এমনকি চাঁদের অনুপস্থিতিতে পৃথিবীর গতি কমতে কমতে একসময় থেমে যেত। চাঁদের অনুপস্থিতিতে পৃথিবীর সব থেকে বেশি প্রভাবিত হত দৈত্যাকার বৃহস্পতির দ্বারা । বৃহস্পতির আকর্ষণ বলের কারনে পৃথিবী নিজ অক্ষে প্রায় ১০ ডিগ্রী বেঁকে ঘুরত। কিন্তু সবসময় অবাক করেছে কোন বিষয় টি জানেন? চাঁদ গঠনের আগে পৃথিবী ঘড়ির কাটার দিকে ঘুরত। অর্থাৎ সূর্য পশ্চিমে উদয় হত এবং পূর্ব দিকে অস্ত যেত । তখন রাত এখনকার তুলনায় আরও বেশি অন্ধকার থাকত। ফলে রাতের আকাশে বিভিন্ন তারা ও গ্রহ দেখা যেত আরও স্পষ্ট ভাবে। চাঁদ না থাকলে হয়ত মানব জাতি মহাকাশে পাড়ি দেবার কথা কখনও ভাবতও না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *