রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি মারা যাওয়া একটি প্রাণীর মৃত্যুর কারণ নিশ্চিত হতে প্রয়োজনে বিদেশে নমুনা পাঠানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, চিড়িয়াখানার আধুনিকায়ন করে সিঙ্গাপুর ও দুবাইয়ের মানে উন্নীত করার মাস্টারপ্ল্যান করা হচ্ছে।
আজ সোমবার সকালে চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনশেষে এসব কথা বলেন মন্ত্রী। জানা গেছে, জাতীয় চিড়িয়াখানায় গত ২৫ জানুয়ারি অ্যানথ্রাক্সে সংক্রামিত হয়ে একটি সিংহী মারা গেছে।