চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় ভেজাল সার ও বালাইনাশক বিক্রির দায়ে এক যুবককে ২ মাসের কারাদণ্ড।

চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় ভেজাল সার ও বালাইনাশক বিক্রির দায়ে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা সাড়ে ১২টার দিকে নতিপোতা ইউনিয়নের কালিয়া বকরী গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস এ দণ্ড দেন বলে জানান দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। দণ্ডিত হাবিবুর রহমান (৩৪) মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরুন্দরপুর গ্রামের বাসিন্দা। কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ওই এলাকার মাদ্রাসা পাড়ায় ভেজাল সার ও বালাইনাশক বিক্রি করা হচ্ছে এমন খবরে সেখানে যান তারা। তিনি বলেন, “এসময় হাবিবুরের কাছে থাকা আমেরিকান জিংক প্লাস ১২৫ কেজি, গ্রোজিংক প্লাস ২৫ কেজি এবং ভেজাল বালাইনাশক নীল ৫ এস জি এর ১০ গ্রামের ৭২টি প্যাকেট জব্দ করা হয়। চুয়াডাঙ্গায় ভেজাল সার ও বালাইনাশক বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড “এগুলো হাবিবুর বিভিন্ন দোকানে ও স্থানীয় কৃষকের কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।” উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, “ভেজাল সার ও ভেজাল বালাইনাশক বিক্রয়ের অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় হাবিবুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।” এ সময় জব্দ হওয়া ভেজাল সব সার ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *