আবু ওসমান মোমিন । শনিবার (১৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ১ নং ত্রিবেণী ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ রাকিবুল ইসলাম রাকিবের ব্যাক্তিগত উদ্যেগে ধান কেটে বাড়ি পৌঁছে দেন ছাত্রদলের ১ নং ত্রিবেণী ইউনিয়ন নেতা-কর্মীরা। এ সময় প্রায় ১২ জন ছাত্রদলের নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন।
করোনা মহামারীকালের দুর্ভোগপূর্ণ পরিস্থিতিতে বেশ সমস্যায় পড়েছে কৃষকরা। প্রধান খাদ্যশস্য হিসেবে বাংলাদেশে ধানের চাষ ও অধিক ফলন হয় বোরো মৌসুমে।
করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে দেখা দিয়েছে ব্যপক শ্রমিক সংকট। কৃষকরা তাদের ঘরে তোলতে পারছে না সোনার ফসল ন্যায় ক্ষেত ধান। ঠিক সে-সময় অভ্যান্তরিন বেশ কিছু রাজনৈতিক, সামাজিক সংগঠনের মত কৃষকদের ধান কাটা এবং তা বাড়িতে পৌছে দেয়ার কাজ করছে ছাত্রদল।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের তত্তাবধানে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ১ নং ত্রিবেণী ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ রাকিবুল ইসলাম রাকিবের আহবানে ১ নং ত্রিবেণী ইউনিয়ন ছাত্রদলের কর্মীরা করোনা পরিস্থিতিতে চলমান শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে না শৈলকূপা উপজেলা ১ নং ত্রিবেণী ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ রাকিবুল ইসলাম রাকিবের জানান, আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । তাঁর আদর্শে ধারন করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে ও ঝিনাইদহ জেলা ছাত্র দলের তত্তাবধানে আমরা দেশ ও দশের স্বার্থে আমাদের এই ধরণের কার্যক্রম অব্যহত রাখব।
ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল-আমিন, ইমন, রাকিব,নাহিদ,শিহাব হৃদয়, আরাফাত আশা, রবিউল, সোহান, খালেদ সহ শৈলকূপা উপজেলা এক নং ত্রিবেণী ইউনিয়ন ছাত্রদলের সকল নেতা-কর্মীরা ।
<iframe src=”https://www.youtube.com/embed/d5ZKj9f2DN0?start=0&end=0″ width=”400″ height=”200″ frameborder=”0″></iframe>