টাঙ্গাইলে সুতা তৈরির কারখানায় আগুন

<Nazmul>টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আকন্দপাড়ায় একটি তুলা ফ্যাক্টরিতে আগুন লেগেসে । ঘটনা স্থল থেকে জানা যায় দুপুর ৪টা নাগাদ কর্মীরা কাজ করাকালীন অবস্থায় তুলা ভাঙ্গানি মেশিন এর পাশ থেকে আগুন এর ধুয়া পাওয়া যায় , এতে করে আস্তে আস্তে পুরো ফ্যাক্টরির তুলা তে আগুন ধরে যায় । পুরো ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়ায় কিছু সময় বাবদ ফায়ার সার্ভিস সেই স্থান এ এসে আগমন ঘটে । সেই স্থান এ ফায়ার সার্ভিস পুরো ফ্যাক্টরিতে আগুন নিবিয়ে আনার চেষ্টা করতেসে , ১ ঘণ্টা পর সেই স্থান এর আগুন নেবাতে ফায়ার সার্ভিসরা সক্ষম হয় । ফায়ার সার্ভিসরা সেই স্থান এর তথ্য থেকে জানাতসেন যে , তুলা কাটার মেশিন এর পাশ থেকে তুলায় আগুন লেগে যাওয়ায় সেই প্রতিষ্ঠান এর প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতি হয়েছে  ।

                          <Nazmul>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *