টি-টোয়েন্টিতে দেশের সেরা দুই ক্রিকেটার কে? এই প্রশ্নে চোখ বুঝেই সবাই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম বলবেন, সেটাই স্বাভাবিক।
আইপিএলসহ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে তো এ দুজনেরই বেশি বিচরণ। এই সংস্করণে বাংলাদেশের অনেক রেকর্ডই সাকিব-মোস্তাফিজের দখলে। তবে একটা জায়গায় সাকিব আছেন শীর্ষে আর মোস্তাফিজ একেবারে তলানিতে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১ বার ম্যাচসেরা হয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। মোস্তাফিজ কতবার? একবারও না। অবাক করা হলেও সত্য, টি-টোয়েন্টিতে দেশসেরা পেসার মোস্তাফিজ কখনো ম্যাচসেরার পুরস্কারই জেতেননি। এই সংস্করণে তিনবার ৪ উইকেট আর একবার ৫ উইকেট পেলেও ম্যাচসেরা হওয়া হয়নি তাঁর।
টি-টোয়েন্টিতে সাকিবের প্রথমবার ম্যাচসেরা হতেও অন্য অনেক ক্রিকেটারের চেয়ে বেশি ম্যাচ লেগেছে। টি-টোয়েন্টিতে সাকিব প্রথম ম্যাচসেরা হন ২৬তম ম্যাচে। ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ বলে ৪০ রান ও ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। পাকিস্তানের বিপক্ষে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিয়ার–সেরা ৮৪ রানের ইনিংস খেলেও ম্যাচসেরা হতে পারেননি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতেই ম্যাচসেরা হন। জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ বলে ৩৬ রান ও ২৯ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মাশরাফি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন তিনজন—নাজিমউদ্দিন, জুনায়েদ সিদ্দিক ও ইলিয়াস সানি।
২০০৬ সালে নাজিমউদ্দিন ৩৭ বলে ৪৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন কেনিয়ার বিপক্ষে। পরের বছর জুনায়েদ ৪৯ বলে ৭১ রান করে পাকিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেটার হন। সেই ম্যাচে অবশ্য বাংলাদেশের জেতা হয়নি। আর ইলিয়াস ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন।
- efrds
- fdsfds
- fds
- fdsfdsf
- fdfsfds