দিনে করোনা শনাক্ত ২ হাজার ছাড়াল, মৃত্যু দুজনের

শে করোনা সংক্রমণ বাড়ার ধারাবাহিকতায় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ১০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে দুজনের।
আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৮০ জনের। করোনায় মৃত্যু হয়েছিল দুজন ;  আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২০। আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ৬৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *