দয়া করে সকলে পোস্ট টি পড়বেন
স্ত্রী
1.আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে ?
,,,,,,,.আপনার স্ত্রী।
2.আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে ?
,,,,,,,.আপনার স্ত্রী।
3.আপনাকে ব্যাভিচারের মতো জঘন্য কাজ থেকে বাঁচাই কে ?
,,,,,,,.আপনার স্ত্রী।
4.আপনার পোশাক কেচে দেয় কে ?
,,,,,,,.আপনার স্ত্রী।
5.আপনাকে রান্না করে খাওয়ায় কে ?
,,,,,,.আপনার স্ত্রী।
6.আপনার ঘর সাজিয়ে রাখে কে ?
,,,,,.আপনার স্ত্রী।
7.আপনার ঘর পরিষ্কার রাখে কে ?
,,,,.আপনার স্ত্রী।
8.আপনার বাড়ীতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ?
,,,,,.আপনার স্ত্রী।
9.আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে ?
,,,,.আপনার স্ত্রী।
10.আপনাকে বাবা হতে সাহায্য করে কে ?
,,,,,.আপনার স্ত্রী।
11.আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ?
,,,,,.আপনার স্ত্রী।
12.আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকে কে ?
,,,,,.আপনার স্ত্রী।
13.আপনার বিপদের সময় আপনাকে সান্ত্বনা দেয় কে?
,,,,.আপনার স্ত্রী।
তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেন আপনি?
স্ত্রী কোন বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে
একটু ভালোবেসে তার রাগ না ভাঙ্গিয়ে চুলের মুঠি ধরে পিটান কেন আপনি ?
একজন নারী এত কিছু করার পর ও কেনো?
কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায়না?
এটাই কি আপনার সমাজ?
ধিক্কার জানাই এমন সমাজ ব্যাবস্থা কে…
উত্তর কি আছে আপনাদের কাছে???
সতর্ক হোন:
আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন।
পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন,,,,
1) পরকীয়া করে জীবনটা জাহান্নাম করে দেয় কে?
—–আপনার স্ত্রী ৷
2) বাবা-মা, ভাইবোন থেকে আপনাকে আলাদা করে কে?
—–আপনার স্ত্রী ৷
3) বৃদ্ধাশ্রমের পথ দেখিয়ে দেয় কে?
—–আপনার স্ত্রী ৷
4) গোপনে ব্যাভিচারে লিপ্ত হয় কে?
—–আপনার স্ত্রী ৷
5) বাড়িতে মেহমান আসলে হুলস্থুল বাধায় কে?
—–আপনার স্ত্রী ৷
6) বিপদের সময় আপনাকে ছেড়ে বাপের বাড়ি যায় কে?
—–আপনার স্ত্রী ৷
7) নিয়ম করে একদিন পর একদিন আপনাকে দিয়ে রান্না করায় কে?
—–আপনার স্ত্রী ৷
8) বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব এড়িয়ে ফেসবুক নিয়ে বসে থাকে কে?
—–আপনার স্ত্রী ৷
9) ছুটিরদিনে আপনাকে দিয়ে কাজ করায় কে?
—–আপনার স্ত্রী ৷
10) আপনার নিকটাত্মীয়ের হক মেরে বাপের বাড়ি পাঠায় কে?
—–আপনার স্ত্রী ৷
11) বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার কুপরামর্শ দেয় কে?
—–আপনার স্ত্রী ৷
12) সর্বপরি মানসিক অশান্তিতে রাখে কে?
—–আপনারই স্ত্রী ৷
*ছেলের সামর্থের বাইরে মোহরানা দাবি করে এক বিশেষ ব্যবসার সূচনা করেছে আজকের নারী জাত ৷
তাদের ইচ্ছামত চলতে না দিলে নারী নির্যাতন মামলা এই মামলা সেই মামলা দিয়ে নিজেদের হারাম হক আদায় করা নিয়ে ব্যাস্ত আজকের নারীজাত ৷
সামান্য ব্যাপার নিয়ে হুলস্থুল কান্ড ঘটিয়ে “থাকবোনা তোমার ঘরে” বলে শতশত সংসার নষ্ট করছে আজকের নারীজাত ৷
হাজার হাজার সরলসোজা স্বামীদের মানসিকতা ও দুর্বলতা নিয়ে খেলেছে হাজারো বেঈমান কুলাংগার স্ত্রীরা ৷
দুধের বাচ্চা ফেলে তার পুরাতন পুরুষের হাত ধরে চলে গেছে বহু স্ত্রী ৷
একজন স্ত্রীর বেহুদা চাওয়া পাওয়া পুরণ করতে দূর্ণীতিগ্রস্থ হতে হয় তার স্বামীকে ৷
নিজেকে পুরুষের সমান দাবি করায় স্বামীদের মর্যাদা নষ্ট করেছে আজকের নারীজাত ৷
এসবের উত্তর আছে কারো জানা?
সতর্ক হোন-
স্বামীদের অর্ধাঙ্গীনি হওয়ার চেষ্টা করুন, জলজ্যান্ত টাকার গাছ ভাবা বাদ দেন ৷
পরবর্তী কমেন্টের জন্য অপেক্ষা করুন ৷
nice