বন্যা: পানি নামতে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জে, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ

<Nazmul> বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যার পানি নামতে শুরু করলেও এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

রাস্তা ঘাট পানি ভোরে জাওয়ায় আনেক মানুষ কোলা ফেরা করতে পারসে না । এতে করে এ যে পরিমাণ পানি জমে আসে তা সঠিক টাইম এ পানি না কমলে মানুষ এর জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়ে যাবে । সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন পানির পরিমাণ কমে যাতসে যার দরুন রবিবার রাত এ সিলেট থেকে কিছু গাড়ি জরুরী সেবায় সুনামগঞ্জে আসসে । আর এটা জানতে পেরেসে যে এলাকার আশে পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ী বাসার ভিতরে সাধারণ মানুষজন আশ্রয় নিয়ে বসবাস করসে, যতদিন পানির পরিমাণ না কমসে ততদিন তারা ওই স্থান এ বসবাস করবে ।

    <Nazmul>

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *