বুচা শহরে বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। খবর সিএনএনের।
রোববার যুক্তরাষ্ট্রের সিবিসি নিউজের সাংবাদিক জেলেনস্কির কাছে প্রশ্ন করেন, ইউক্রেনে রাশিয়া গণহত্যা চালাচ্ছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। এটা গণহত্যা।
ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার এটা সমগ্র জাতি এবং মানুষকে নির্মূল করার উদাহরণ।
তিনি বলেন, আমরা ইউক্রেনের নাগরিক। এখানে ১০০টির বেশি দেশের মানুষ বসবাস করে।