ভারতের ম্যাচ নয়, সবাই যেন ধোনিকে দেখতে এসেছিলেন!

Digital IT Institute

যদিও ধোনির খেলা দেখতে আসা নিয়ে জনমনে কৌতূহল ছিল। ভারতের জাতীয় সংগীতের সময়েই টিভি ক্যামেরা তাক করে ভিআইপি বক্সের দিকে। দেখা যায়, স্ত্রী সাক্ষীর পেছনে দাঁড়িয়ে আছেন ধোনি। তাঁকে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখামাত্রই উত্তাল হয়ে ওঠে গ্যালারি। রাঁচির মাঠে তখন ‘ধোনি, ধোনি’ রব। খেলা চলাকালে যখনই তাঁর দিকে ক্যামেরা গিয়েছে, ভারতের সাবেক অধিনায়কের নামে গর্জন তুলেছেন ভক্তরা। ধোনিও হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন। ম্যাচের আগের দিনও সাবেক সতীর্থদের সঙ্গে দেখা করতে ড্রেসিংরুমে করেছেন ‘সারপ্রাইজ ভিসিট’।

ধোনিকে অবশ্য জয় উপহার দিতে পারেনি তাঁর সাবেক সতীর্থরা। নিউজিল্যান্ডের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ভারত। বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় সূর্যকুমার যাদব ইনিংস মেরামতের পর ওয়াশিংটন সুন্দর ঝোড়ো ফিফটি করলেও হার এড়াতে পারেনি স্বাগতিকেরা। তবে ম্যাচের ফল নিয়ে তেমন কোনো আগ্রহই ছিল না রাঁচিবাসীর। না খেলেও সব আলো যে একাই কেড়ে নিয়েছেন তাঁদের ‘ঘরের ছেলে’ ধোনি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *