ডারবান টেস্টে একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ।
স্বাগতিক দল হয়েও দক্ষিণ আফ্রিকা খেলায় দুজন স্পিনার। ম্যাচ এগোনোর সঙ্গে কিংসমিডের উইকেট স্পিনারদের সহায়ক হয়ে ওঠায় ফায়দা তুলে নেয় ডারবান।
বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে মোট ১৪ উইকেট নেন কেশব মহারাজ ও সাইমন হারমার। সেখান থেকে শিক্ষা নিয়েই কি পোর্ট এলিজাবেথ টেস্টে দুজন স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ?
পোর্ট এলিজাবেথে উইকেট ম্যাচ এগোনোর সঙ্গে ব্যাটিং সহায়ক হয়ে ওঠে।ক্রিকইনফোর পিচ প্রতিবেদনে এমন সম্ভাবনার কথাই বলা হয়। টস হেরে বাংলাদেশকে আগে ফিল্ডিং করতে হয়েছে।
সকালে প্রথম দিনের প্রথম সেশনে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকলেও তা পেসারদের কাজে লাগানোর কথা। পেসার খালেদ আহমেদকে দিয়ে প্রথম ওভার করানো তাই স্বাভাবিক। কিন্তু পরের ওভারেই উইকেটের অন্য প্রান্ত থেকে বোলিং ওপেন করলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ! এই মাঠে টেস্টে কোনো স্পিনারকে বোলিংয়ে ওপেন করতে দেখা গেল ১৩৩ বছর পর!