‘প্রতি মঙ্গলবার মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে’—নীল কাগজে কালো কালি দিয়ে মোটা হরফে এমন বিজ্ঞপ্তি সাঁটানো রয়েছে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে ঢোকার ফটকে।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তবে তারপরও অনেকে আজ মেট্রোরেলে চড়ার উদ্দেশ্যে রাজধানীর আগারগাঁও স্টেশনে ভিড় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে।
আজ সকালে আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, প্রবেশফটকের কেচিগেট বন্ধ। ফটকের সামনে দাঁড়িয়ে মেট্রোরেল চলাচল বন্ধের নোটিশ পড়ছেন আগত ব্যক্তিরা।
ভ্রমণ-ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ নোটিশটি নিয়ে স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। মেট্রোরেল চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁরা ফিরে যান।