মেসি- বিহীন বার্সার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হতে যাচ্ছে আজ। লিওনেল মেসি কে ছাড়া সময় টা হয়ত বার্সার খারাপ যাবে । কিন্তু এসব আঁকড়ে ধরে বার্সা তো আর থেমে থাকতে পারে না , তারা ঠিক তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। মেসির মতো আরেক জন কে বার্সা আর কবে পাবে এই প্রশ্ন সবার মাঝে ! মেসির জায়গা হয়তো কখনো পূরণ হওয়ারও নয়।
মেসির আগেও বার্সা ছিল, মেসির পরও থাকবে। হয়তো কীভাবে চলবে, সেটির ধরন পরিবর্তন হবে।
আজ রাত ১২টায় বাংলাদেশ সময় স্প্যানিশ লিগে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামছে বার্সা।