সঙ্গীতের ভাষায় যদি মেসি হন ক্লাসিকাল মিউজিক, রোনালদো সেখানে মডার্ন মিউজিক।
হতে পারে কারো মডার্ন বা কারো ক্লাসিকাল ঘরনা পচ্ছন্দ, পচ্ছন্দের খাতিরে। সহজ কথায় বলা যেতে পারে, রুচির হেরফের, এমনটা হতেই পারে।
তবে কেউ যদি বলে যে ক্লাসিকালটাই মিউজিক অথবা মর্ডার্নটাই মিউজিক, তাহলে সেতো এক চোখ বা কান বন্ধ করে মিউজিক শুনছে।
মেসি-রোনালদো দ্বৈরথের বিষয়টা আমি এভাবেই দেখি।
আগে অবশ্যই একজনকেই ভালো লাগতো, তার সবটুকু জানতাম বা দেখতাম বেশি বেশি। তর্ক করতাম। যেকরেই হোক তর্কে জিততে চাইতাম।
যুক্তিনির্ভরতা বেড়েছে। আবেগ কেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসেছি সময়ের সাথে সাথে। আরেকজন সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করলাম, বুঝার চেষ্টা করলাম, তার মিজিকটাও হৃদয়ঙ্গম করলাম।
হ্যা, যদি ভোট দেওয়ার কথা বলা হয়, তাহলে আমি হয়তো গোপন ব্যলটে একজনকে বেছে নিব, সেটা ভোট দেওয়ার খাতিরেই।
কোনটা বেশি উপভোগ্য…রোনালদোর খেলা উপভোগ করা? নাকি মেসির খেলা উপভোগ করা?
আমি বলবো, অনর্থক তর্ক না করে বরং দুজনের খেলাই উপভোগ করা..দুইজনের দুইরকম মিউজিক হৃদয়ঙ্গম করা… বরং সবচাইতে বেশি উপভোগ্য।