এ সুবাদে যদি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের সমর্থকেরা একই পতাকাতলে হাজির হন!
গত পরশুই সামাজিক যোগাযোগমাধ্যম উত্তপ্ত হয়ে উঠেছিল সের্হিও রামোসের পিএসজি-যাত্রা নিয়ে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। কিন্তু আস্থা রাখা যায়—এমন সব সাংবাদিকের দাবি, এরই মধ্যে পিএসজিকে পাকা কথা দিয়ে ফেলেছেন রামোস।
এখন শুধু শারীরিক পরীক্ষা দিয়ে ব্যাপারটার আনুষ্ঠানিক রূপ দেওয়া বাকি। এর মধ্যেই আবার স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বোমা ফাটিয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ককে নিয়েও নাকি সন্তুষ্ট হচ্ছে না পিএসজি, এবার বার্সেলোনার অধিনায়ককেও পেতে চায় তারা!

চাইলে মেসির পাশেও বার্সেলোনার ‘সাবেক অধিনায়ক’ শব্দ ব্যবহার করা যায়। কারণ, গত ৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে মেসির। এখন আক্ষরিক অর্থেই মুক্ত মেসি। চাইলেই যেকোনো দলে যোগ দিতে পারবেন, কথা বলতে পারবেন বেতন-ভাতা ও চুক্তির অন্য সব খুঁটিনাটি নিয়ে। অবশ্য যেকোনো ক্লাবের সঙ্গে চুক্তি করা নিয়ে কথা বলার স্বাধীনতা জানুয়ারিতেই পেয়েছেন তিনি। চুক্তির আর মাত্র ৬ মাস বাকি থাকা অবস্থায় এটা করতে কোনো বাধা থাকে না ফুটবলারের।
এ কাজ রামোসের সঙ্গে করেছে পিএসজি। জানুয়ারিতে এ ব্যাপারে আগ্রহ না দেখালেও এপ্রিলের দিকে যখন রিয়াল মাদ্রিদের চিন্তাধারা স্পষ্ট হয়ে উঠেছিল, তখন থেকেই নাকি পিএসজির প্রস্তাব ভেবে দেখতে শুরু করেছিলেন। ওদিকে গত মৌসুমেই দল ছাড়তে চাওয়া মেসি অপেক্ষা করছিলেন মৌসুম শেষ হওয়ার। এর মধ্যে ক্লাবের পরিস্থিতি বদলে গেলে যে থেকে যাবেন, এ ইঙ্গিত দিয়েছেন জানুয়ারির আগে দেওয়া এক সাক্ষাৎকারে।