রোনালদো নন, মেসিই দশকের সেরা

ফুটবলের রেকর্ড বইয়ে মেসি-রোনালদোর দ্বৈরথ যেন শেষ হওয়ার নয়। ক্যারিয়ার শেষ হতে হতে এই দুজন যেন ফুটবলের সব রেকর্ড নিজেদের করে নেওয়ার পণ করেছেন। ব্যালন ডি’অরের হিসাবেই যেমন মেসি সবার আগে। আন্তর্জাতিক গোল কিংবা শিরোপার দিক দিয়ে আবার রোনালদো ধরাছোঁয়ার বাইরে। এমন হাজারো রেকর্ডের চূড়ায় লেখা হয় মেসি নয় রোনালদোর নাম। এবার ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানবিষয়ক আন্তর্জাতিক ফেডারেশনের জরিপে রোনালদোকে টেক্কা দিয়েছেন মেসি।

Messi

এই সংস্থার জরিপ অনুযায়ী জানা গেছে, গত দশকের, অর্থাৎ ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় বার্সেলোনা ও আর্জেন্টিনার লিওনেল মেসি। সংস্থাটি ১০ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে শীর্ষস্থান দুটিতে মেসি–রোনালদো ছাড়াও আছেন নেইমার, রামোস, নয়্যার, লেফানডফস্কি, মদরিচ, বুফন, ইব্রাহিমোভিচ ও ইনিয়েস্তার মতো তারকারা।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, যিনি কিনা এখন জাপানের ভিসেল কোবেতে খেলছেন। বর্তমান সময়ে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকা, পিএসজির উইঙ্গার নেইমারের অবস্থান ঠিক তাঁর পরে। রিয়াল মাদ্রিদের অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সের্হিও রামোসের জায়গা হয়েছে পাঁচে। অর্থাৎ, ডিফেন্ডার হিসেবে সবার ওপরের স্থানটা রামোসেরই। শুধু সবার ওপরের স্থানটাই নয়, তালিকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *