কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব পেতে লাতিন ফুটবল সংস্থাকে (কনমেবল) ৩ কোটি ২০ লাখ ডলার ঘুষ দিয়েছিল ফক্স স্পোর্টস। আর্জেন্টাইন ব্যবসায়ী, ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য আলেহান্দ্রো বুরজোকা গতকাল আদালতে তাঁর সাক্ষ্যতে এই তথ্য জানিয়েছেন।
বুরজোকা নিজে ও ফক্স স্পোর্টসের দুজন নির্বাহী কর্মকর্তা লাতিন ফুটবল সংস্থার ছয়জন প্রভাবশালী ব্যক্তিকে ঘুষ দিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক ৩৪১ কোটি ৬৩ লাখ টাকা।
ঘুষ নেওয়া এই ছয় ব্যক্তির মধ্যে আছেন সাবেক কনমেবল সভাপতি নিকোলাস লিওজ, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি রিকার্দো তিসেরা ও আর্জেন্টিনার ফুটবল ফেডারশনের সাবেক প্রধান নির্বাহী হুলিও গ্রানদোনা।
লাতিন ফুটবল সংস্থার গুরুত্বপূর্ণ ছয়জন ব্যক্তিকে ঘুষ দিয়েছিলেন বুরজোকা, ফক্স স্পোর্টসের হারনান লোপেজ ও কার্লোস মার্তিনেজ। প্রাথমিকভাবে ফুটবলের কর্তাদের ঘুষ দেওয়ার জন্য ৬ কোটি ডলার বাজেট ধরা হলেও দেওয়া হয়েছে ৩ কোটি ২০ লাখ ডলার।
২০১৫ সালে ফিফার দুর্নীতির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার কারণেই পুরো টাকাটা দেওয়া হয়নি বলে আদালতে জানিয়েছেন বুরজোকা। কেন শুধু এই ছয়জনকে ঘুষ দেওয়া হয়েছিল, এই প্রশ্নে আর্জেন্টাইন ব্যবসায়ী বলেছেন, ‘আমরা তাঁদের ঘুষ দিয়েছি, কারণ, তাঁরা সবাই কনমেবলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।’ যদিও ফক্স সংস্থা ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।