শাহজাদপুরে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গরুর ‘লাম্পি স্কিন’ রোগ দেখা দিয়েছে। কোরবানির ঈদের আগে হঠাৎ এমন রোগ দেখা দেওয়ায় কৃষক ও খামারিরা পড়েছেন দুশ্চিন্তায়। ইতিমধ্যে উপজেলার বেশ কিছু গরু এ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত গরুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গরু মারা যায়নি।

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৭ হাজার খামারে প্রায় ২ লাখ ৮০ হাজার গরু আছে। এ বছর খামারি ও প্রান্তিক কৃষকেরা কোরবানির জন্য ৭০ হাজারের বেশি গরু, ছাগল ও ভেড়া বিক্রির জন্য প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু ৩৬ হাজার ৪৬১টি, ছাগল ও ভেড়া ২৪ হাজার ২৮০টি। এখন পর্যন্ত উপজেলায় দুই শতাধিক গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *