বাংলাদেশ সফরে টি-টোয়েন্টিই খেলবে নিউজিল্যান্ড। কিন্তু কিউইদের অধিনায়ক নিজেই মনে করতে পারছেন না না তিনি শেষ কবে টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট ও ওয়ানডেতে নিউজিল্যান্ডের জার্সি গায়ে তাঁকে প্রায়ই দেখা যায়। কিন্তু টি-টোয়েন্টিতে ব্রাত্যই তিনি। নির্দিষ্ট করে বললে দুই বছর ধরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে বিবেচিত নন ল্যাথাম। ঘরোয়া ক্রিকেটেও টি-টোয়েন্টি খেলেন না তিনি।
নিজের টি-টোয়েন্টি খেলা, না খেলা নিয়ে আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বেশ মজাই করলেন ল্যাথাম, ‘আমি অনেক দিন ক্যান্টারবেরির হয়ে খেলি না। যেভাবে সূচি করা হয়, সেই হিসেবে ওয়ানডে ও টেস্ট ছাড়া অন্য কিছু খেলার সুযোগ নেই। আমি নিশ্চিত না কবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। হবে হয়তো দুই বছর আগে।’
আগে কেন উইলিয়ামসনের জায়গায় ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছেন ল্যাথাম। এবার সুযোগ পাচ্ছেন টি-টোয়েন্টিতে, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি হয়তো এই সংস্করণে অনেক দিন ধরে খেলছি না। কিন্তু নিউজিল্যান্ড যেভাবে ক্রিকেটারদের খেলাচ্ছে, সেটা অনেকের জন্যই জাতীয় দলের দুয়ার খুলে দিচ্ছে। আমিও তাদের দলে আছি। আর দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি সব সময়ই উন্নতি করতে চাই।’