ভাস্কর হিসেবেই হামিদুজ্জামান খানের পরিচিতি। রাজধানীর বেশ কয়েকটি স্থানে শোভা পাচ্ছে তাঁর শিল্পকর্ম। ইতিমধ্যে অঙ্কনেও সক্রিয় হয়ে উঠেছে তাঁর দুই হাত। এই শিল্পীর নতুন–পুরোনো বেশ কিছু ভাস্কর্য ও আঁকা ছবি নিয়ে রাজধানীর কলাকেন্দ্রে শুরু হয়েছে প্রদর্শনী ‘ফর্ম/ফলন’। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীটির বাছাই–বিন্যাস করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান।
আজ মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরে কলাকেন্দ্রে ছিল প্রদর্শনীর অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অতিথি হিসেবে এসেছিলেন মুক্তিযোদ্ধা তৌফিক–ই–ইলাহী চৌধুরী ও শিল্পসমালোচক মুস্তফা জামান। পুরোনো পরিচয়ের সূত্র ধরে হামিদুজ্জামান খানের ব্যাপারে বিস্ময় প্রকাশ করেন তৌফিক–ই–ইলাহী চৌধুরী। তিনি বলেন, ‘শিল্পীর বয়স প্রায় আমার সমান। এই বয়সেও তিনি এত পরিশ্রম করতে পারেন, ভেবে অবাক হতে হয়। দিনের পর দিন তিনি স্কাল্পচার পার্কে কাজ করে সেটিকে সমৃদ্ধ করে চলেছেন।’