কোপা আমেরিকা ২০২১

 

২০২১ কোপা আমেরিকা 

কোপা আমেরিকা ২০২১

 

২০২১ কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল কর্তৃক আয়োজিত চতুর্বষীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৭তম আসর হবে। এই আসরটি ২০২১ সালের ১৩ই জুন হতে ১০ই জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে। ২০২১ সালের ২০শে মে কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান দুকের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের ফলে কলম্বিয়াকে সহ-আয়োজকের পদ থেকে অপসারণ করা হয়েছে। অতঃপর ৩০শে মে, আর্জেন্টিনায় কোভিড-১৯ এর মহামারীর কারণে আয়োজকের পদ থেকে অপসারণ করা হয়েছে।এক দিন পর, কনমেবল ব্রাজিলকে এই আসরের আয়োজক হিসেবে ঘোষণা করেছে।

কোপা আমেরিকা আয়োজনকে ঘিরে একাধিক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে টুর্নামেন্টটি ব্রাজিলে আয়োজনেরই সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। করোনা আবহে অবশেষে নতুন দেশে টুর্নামেন্ট আয়োজনের নতুন সূচি প্রকাশ করল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল।

কোপা আমেরিকা ট্রফি। ছবি- টুইটার।

করোনা আবহে গত বছর থেকে পিছিয়ে এ বছরে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও টুর্নামেন্ট শুরুর মাত্র দিন কয়েক আগেই সৃষ্টি হয় বিপত্তি। রাজনৈতিক অস্থিরতায় জেরবার কলম্বিয়ার পর করোনাবিধ্বস্ত আর্জেন্তিনা থেকেও টুর্নামেন্ট সরাতে বাধ্য হন উদ্যোক্তারা। বড় প্রশ্নচিহ্ন উঠে যায় গোটা টুর্নামেন্ট আয়োজন ঘিরেই। তবে অবশেষে টানা দ্বিতীয়বার ব্রাজিলেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২ জুন) কনমেবল টুর্নামেন্টের পরিবর্তিত সূচি প্রকাশ করে। ভেনেজুয়েলার বিরুদ্ধে রাজধানী ব্রাসিলিয়াতে ১৩ জুন আয়োজক দেশ ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের টুর্নামেন্টটি। ঠিক তাঁর একদিন পরে রিওর নিল্টন স্যান্টোস স্টেডিয়ামে চিলির বিরুদ্ধে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে লিওনেল মেসির আর্জেন্তিনা। রিওতেই একমাত্র টুর্নামেন্টের জন্য দু টি স্টেডিয়াম ব্যবহৃত হবে। এ ছাড়া বাকি ম্যাচগুলি গোয়ানিয়া এবং কিউবাতে অনুষ্ঠিত হবে। ১০ জুলাই ঐতিহাসিক মারাকানাতে বসতে চলেছে টুর্নামেন্ট ফাইনালের আসর।

এই আসরটি মূলত ২০২০ সালের ১২ই জুন হতে ১২ই জুলাই পর্যন্ত ২০২০ কোপা আমেরিকা হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে, কনমেবল ঘোষণা করেছিল যে দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে, একই সাথে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা কর্তৃক উয়েফা ইউরো ২০২০ এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল।

ব্রাজিল এই প্রতিযোগিতার পূর্ববর্তী আসরের বিজয়ী দল, যারা ২০১৯ সালে নবমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

 

Post copy past & re-arrange: Ab Alim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *