২০২৩ সালের জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে: রেলমন্ত্রী

২০২৩ সালের জুন মাসে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম ওরফে সুজন।

আজ শনিবার বেলা দুইটার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা জংশন স্টেশনে রেললাইনের স্লিপার স্থাপনকাজের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এ পথে স্লিপার স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *