৮ উইকেটে হারল বাংলাদেশ
ম্যাচ শেষ
মিরাজকে টানা দুই চারে ম্যাচ শেষ করলেন আজহার। প্রথমে রিভার্স সুইপ করেছেন, পরে আদি ও অকৃত্রিম সুইপে ম্যাচ শেষ করলেন সাবেক অধিনায়ক।
পঞ্চমবারের মতো টেস্টে ৮ উইকেটের ব্যবধানে হারল বাংলাদেশ।
রিভার্স সুইপ!
মিরাজকে রিভার্স শটে পয়েন্ট দিয়ে চার মারলেন আজহার আলী।
জোরালো আবেদন বাংলাদেশের, সাড়া নেই আম্পায়ারের
বাবরের বিরুদ্ধে জোরালো এলবিডব্লুর আবেদন, কিন্তু আম্পায়ার সারা দেননি। অনেক ভেবেও রিভিউ নেয়নি বাংলাদেশ।
আর ৮ রান দরকার, এই অবস্থায় একটি রিভিউ বাঁচিয়ে রাখতে চাইছে বাংলাদেশ!
দিনের ২৪তম ওভার শুরু
দুই প্রান্তে দুই উইকেটশিকারি বল করছেন। একদিকে তাইজুল, অন্যপ্রান্তে মিরাজ।
চার ছাড়া রান নিচ্ছে না পাকিস্তান
চারের নামতা পড়ে এগোচ্ছে পাকিস্তান।
আবারও চার
আর ১২ রান দরকার পাকিস্তানের।
আর ১৬ রান দরকার পাকিস্তানের
আরেকটি সুইপ, আরেকটি চার।
চট্টগ্রাম টেস্টে প্রথমবারের মতো জুটি বেধেছিলেন আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। আর তাতেই অনন্য রেকর্ড। প্রথম কোনো উদ্বোধনী জুটি বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ১০০ পেরিয়েছে। প্রথম ইনিংসে ১৪৬ রান এনে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৫১ রান এনে দিয়েছেন আবিদ-শফিক জুটি।
পরের বলেই চার
জীবন পেয়েই পরের বলেই চার মারলেন বাবর। পাকিস্তানের দরকার মাত্র ২১ রান।
নিজের বলে ক্যাচ ফেললেন তাইজুল
আর মাত্র ২৫ রান দরকার। এ অবস্থায় অপেক্ষা করতে ইচ্ছা করছিল না বাবর আজমের। তাই এগিয়ে এসে মারতে গিয়েছিলেন। কিন্তু সেটা চলে গিয়েছিল তাইজুলের কাছে। হাত বাড়িয়েও নিতে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি তাইজুল। ৫ রানে জীবন পেলেন বাবর।
৭৯ ওভারে ২৭ রান দরকার পাকিস্তানের
বাংলাদেশের দরকার ৮ উইকেট।
৫০ ওভার শেষে পাকিস্তান ১৭৫/২
৯১ রানে আউট আবিদ আলী
তাইজুলের বলে লাইন মিস করলেন আবিদ। জোরালো আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না আবিদ। একটুর জন্য দুই ইনিংসে শতকের দারুণ এক রেকর্ড হাতছাড়া হলো তাঁর।
বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই শতক করতে পেরেছেন চারজন। ইয়াসির হামিদ, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেলরের পাশে বসা হলো না আবিদের।
আর ৩১ রান দরকার পাকিস্তানের
পানি পানের বিরতি
আজ একটু আগে খেলা শুরু হওয়ায় ১০ টা ৫০ মিনিটেই পানি পানের বিরতি দেওয়া হয়েছে। বিরতির আগে ১৫ ওভারই খেলা হয়েছে। তাতে ১ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে একমাত্র সাফল্য মেহেদী হাসান মিরাজের।
এ ম্যাচে জয় পেতে পাকিস্তানের দরকার ৩৪ রান। আর… কারও যদি এখনো আগ্রহ থাকে, বাংলাদেশের দরকার ৯ উইকেট।
এবার চার মারলেন আজহার
৯০ হয়ে গেল আবিদ আলীর
মিরাজও টের পেলেন আবিদের দাপট
আজ সকালে দুর্দান্ত ছন্দে আছেন আবিদ আলী। তাইজুলকে লক্ষ্য বানিয়ে দারুণ সব শট খেলেছেন। এবার মিরাজও টের পেলেন কতটা ছন্দে আছেন আবিদ। একটু সামনে ফেলেছিলেন বল। ব্যস, বলটা একস্ট্রা কাভার দিয়ে বাইরে পাঠিয়েছেন আবিদ।

মেডেন
মিরাজের ওভার থেকে কোনো রান এল না। পাকিস্তানের দরকার আর ৪৭ রান।
আবারও চার
আজ তাইজুলকে লক্ষ্য বানিয়েছেন আবিদ। আরেকটি সুইপ।
মিরাজের বলে এলবিডব্লু শফিক
পাকিস্তানি ওপেনার অবশ্য আউট মেনে নিতে পারছেন না। রিভিউ নিয়েছেন এই আবদুল্লাহ শফিক।
ফিরতেই হলো শফিককে। আম্পায়ারস কল।
আক্রমণে চলে এলেন মেহেদীও
প্রথম বলেই ২ রান দিলেন মেহেদী।
জায়েদের ওভার থেকে এল ৬ রান

সেঞ্চুরির জন্য প্রতিদ্বন্দ্বিতা চলছে পাকিস্তানের দুই ওপেনারের মধ্যে।
বাংলাদেশ কি ১০ উইকেটে হারবে?
যেভাবে খেলা এগুচ্ছে, তাতে হারটা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। এখন ব্যবধান কত উইকেটের, সেটাই আগ্রহের বিষয়। টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে হেরেছে এর আগে চারবার।
৪১ ওভার শেষে পাকিস্তান বিনা উইকেটে ১৪৩
পাকিস্তান দ্রুত জয় তুলে নিতে চাইছে। আর মাত্র ৫৯ রান দরকার তাদের।
দুর্দান্ত একটি চার
তাইজুলকে দুর্দান্ত এক চার মারলেন শফিক।