‌সিলেটে কোভিড রোগী পাঁচ হাজার ছাড়িয়েছে

নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ২৫ জনের সংক্রমণ শনাক্ত হয়। ঢাকার পরীক্ষাগারে মৌলভীবাজার জেলার ১৬ জনের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ৬৬ জন, সুস্থ হয়েছেন ৪৯১ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৭৫ জন এবং মারা গেছেন ৭ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৭২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৫ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন এবং মারা গেছেন ৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *